কদিন বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান মাস। রমজানে বাড়ে নিত্য পণ্যের চাহিদা। সেই কথা মাথায় রেখেই ৬৮০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমালো কাতার সরকার। কাতারের অর্থ ও শিল্প মন্ত্রণালয় সোমবার এই দাম কমানোর ঘোষণা দেয়।
মন্ত্রণালয়টি জানায়, রমজানে মানুষের খরচ বেড়ে যায়। তাই ওই মাসে যাতে সাধারণ ভোক্তারা কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারেন তাই এমন ঘোষণা।
এই ঘোষণা কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেশটির বড় বড় সুপার মার্কেটের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ফলে পুরো রমজান মাসজুড়ে চাল, ডাল, দুধ, চিনি, মুরগিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন দেশটির অধিবাসীরা।
এদিকে এই দাম কার্যকর রাখার জন্য নিয়মিত অভিযান চালানোর ঘোষণাও দিয়েছে কাতারের অর্থ ও শিল্প মন্ত্রণালয়।