লকডাউনকে কেন্দ্র করে সালথায় অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে বুধবার সকালে সালথা থানায় মামলাটি করে। মামলায় অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামি করা হয়।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেছেন। থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান আশিক এ তথ্য জানিয়েছেন। এপর্যন্ত এই ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে।
এর আগে লকডাউন চলাকালীন এক যুবককে সালথা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি কর্মচারী লাঠিপেটার ঘটনাকে কেন্দ্র করে জনতা তান্ডব চালায় পুরো উপজেলায়। পুলিশের গুলিতে যুবকের মৃত্যু এবং জনৈক মাওলানাকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়ে দ্রুত। জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দেয় সালথার বেশিরভাগ সরকারী অফিসে। ভাঙচুর চালায় ইউএনও এবং এসিল্যান্ডের অফিস ও বাসভবনে। পড়ানো হয় সরকারি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে।