লকডাউনে দুইদিন বন্ধ থাকার পর আজ থেকে দেশের সব সিটি করপোরেশন এলাকায় ঘুরতে শুরু করেছে গণপরিবহনের চাকা। লকডাউনের প্রথম দুইদিন যাত্রীর তুলনায় পরিবহন কম থাকলেও আজ পরিবহন চলার দিনে দেখা গেছে উল্টো চিত্র। রাজধানী ঢাকার সড়কে যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা ছিল বেশি।
রাজধানীর বিভিন্ন জায়গায় একই চিত্র লক্ষ্য করা গেছে। মিরপুর, কাজীপাড়া শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ ও প্রেসক্লাব এলাকায় দেখা যায় নিয়মের অর্ধেক যাত্রীও পাচ্ছে না বাসগুলো।
মিরপুর মেট্রো বাসের হেলপার সাদেক হোসেন বলেন, গাড়ি বের করছি কিন্তু যাত্রী নাই। তেলের পয়সা উঠবে কি না সন্দেহ।
ফার্মগেট এলাকায় তুরাগ পরিবহনের চালক সোহেল ভূঁইয়া বলেন, আজকে অন্য দিনের চেয়ে যাত্রী অনেক কম। যাত্রী কম থাকলে মালিক গাড়ি নামাবে না, আমরাও বেতন পাবো না।
খামার বাড়ি এলাকায় ভিআইপি পরিবহনের যাত্রী মোঃ মোজাম্মেল বলেন, আজ দ্রুতই বাস পেয়েছি। আশা করছি উত্তরা যেতে বেশি সময় লাগবে না। গত দুই দিন গাড়ি পেতে খুব কষ্ট হয়েছে। ভাড়াও বেশি দিতে হয়েছে।
এদিকে বেশিরভাগ পরিবহনে ছিল না স্বাস্থবিধি মানার জন্য স্যানিটাইজারের ব্যবস্থা।
এর আগে মঙ্গলবার ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।