দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন সাত হাজার ৬২৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এটি বাংল্লাদেশে এ যাবতকালের করোনা শনাক্তের রেকর্ড।
এর মাঝে মারা গেছেন ৬৩ জন। মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ২৭৮ জনের দেহে। এর মধ্যে মারা গেছে ৯ হাজার ৪৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের ২২৭টি ল্যাবে ৩৮ হাজার ৬৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.০৪ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩.৫০ শতাংশ।
গত একদিনে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৬৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। সুস্থতার হার ৮৫.১৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনের মধ্যে ৩৯ পুরুষ ও ২৮ নারী রয়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।