আগামী রবিবার, ১১ এপ্রিল থেকে সিলেটে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আজ বুধবার সিলেট নগরের হাসান মার্কেটে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। আবার লকডাউন দিলে তা মানা হবে না বলেও ঘোষণা দেন ব্যবসায়ীরা।
বৈঠকে ব্যবসায়ীরা বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। গত বছর লকডাউনে ব্যবসা হয়নি। এ বছর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু আবার এক সপ্তাহের লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। যদি দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করা হয়, তবে তা মানা হবে না। আগামী রবিবার থেকে সিলেট নগরের সব দোকান খোলা রাখা হবে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, আমরা সরকারের সিদ্ধান্ত মেনে দোকানপাট বন্ধ রেখেছি। কিন্তু আর সহ্য করতে পারছি না। আমরা পথে বসে যাচ্ছি।
বৈঠকে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতা এবং নগরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।