• নিজস্ব প্রতিবেদক
  • ০৭ এপ্রিল ২০২১ ১৬:৪১:৫৯
  • ০৭ এপ্রিল ২০২১ ১৬:৪১:৫৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বইমেলায় রাহিতুলের 'হ্যালো ডাক্তার আপা'

ছবি : সংগৃহীত

করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হয়ে রাতদিন লড়াই করেছেন বিশ্বের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের সেই লড়াই ও সংগ্রাম নিয়ে লেখক রাহিতুল ইসলামের নতুন উপন্যাস “হ্যালো ডাক্তার আপা”।

উপন্যাসটি লেখক করোনাকালে সম্মুখসারিতে লড়াই করা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করেছেন। বইটি এরই মধ্যে বাজারে এনেছে বিশ্বসাহিত্য ভবন। 

তরুণ লেখক রাহিতুল ইসলামের লেখায় বরাবরই উঠে আসে মানবিকতার, সংগ্রামের গল্প। এর আগে তিনি ই-কমার্স উদ্যোক্তা, ফ্রিল্যান্সারদের নিয়ে উপন্যাস লিখে প্রশংসা কুড়িয়েছেন। তার লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে শর্টফিল্মও।

রাহিতুলের এবারের উপন্যাসে দেখা যাবে মহামারিকালে চিকিৎসকদের জীবনের লড়াই, সংগ্রাম, কষ্ট, ও অর্জনের গল্প। মানবিকতার গল্প। এর আগেও এই লেখকের বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আউটসোর্সিং ও ভালোবাসার গল্প, চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার, কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া, ফ্রিল্যান্সার সুমনের দিনরাত, ভালোবাসার হাটবাজার, ভালোবাসি। 

অমর একুশে গ্রন্থমেলায় ১৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়াও  রকমারি  ও প্রথমা থেকে অনলাইনেও কেনা যাবে ২০০ টাকা মূল্যের এই বইটি। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী মিস্ত্রী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1446 seconds.