চিকিৎসক পদক-২০২১ এর পদকতালিকা। ছবি- সংগৃহীত।
বৈশ্বিক করোনা মহামারির এ সময়ে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পালিত হয়ে গেলো চিকিৎসা সপ্তাহ।
এবারের চিকিৎসা সপ্তাহের শেষদিন ৭ এপ্রিল রাতে প্রথমবারের মতো ‘মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ ও ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি’ চিকিৎসা সংক্রান্ত কাজে বিশেষ অবদান ও সহায়তার স্বীকৃতিস্বরূপ মোট ১৪ জন চিকিৎসক, একজন সাংবাদিক, একজন আইনজীবী এবং ৩ টি প্রতিষ্ঠানসহ সর্বমোট ১৯ টি পদক প্রদানের সিদ্ধান্ত ঘোষনা করেছে।
এ ঘোষনা উপলক্ষে ভার্চুয়াল মিডিয়াতে উপস্থিত হয়ে মতামত তুলে ধরেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) এর মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, ওজিএসবি এর সেক্রেটারি অধ্যাপক ডা. গুলশান আরা, মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর মহাসচিব অধ্যাপক ডা. রোকন উদ্দীন।
আগামী বছর থেকে নিয়মিতভাবে এ পদক প্রদান চালু থাকবে বলে অনুষ্ঠান থেকে ঘোষনা প্রদান করা হয়।