সৌদি আরবে মঙ্গলবার থেকে রোজা শুরু
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে রবিবার (১১ এপ্রিল) রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবারকে শাবান মাসের ৩০ তারিখ ধরে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক খবরে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রবিবার সন্ধ্যায় বৈঠকে বসে। তবে খালি চোখে আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবারকে (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ তারিখ হিসেব করে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে দেশটিতে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানেও সৌদি আরবের মতো মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
উল্লেখ্য, হিজরি সনের রমজান মাস বিশ্বের মুসলিম সম্প্রদায় এর কাছে খুবই পবিত্র একটি মাস। এই মাসে সারাদিন রোজা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে মুসলিম ধর্মাবলম্বীরা।
সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়ে থাকে