সঙ্গীতশিল্পী আহমেদ হাসান সানি। ছবি- সংগৃহীত।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় গানে মুগ্ধতা ছড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী আহমেদ হাসান সানি। 'আমারে উড়াইয়া দিও পালের বাতাসে' গানের সুরে জনপ্রিয়তা পেয়েছিলেন সানি। সেই সানি আবারও গাইছেন সিনেমায়।
নতুন দুটি চলচ্চিত্রে গান গাইছেন সানি। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাওয়া সিনেমা ‘যদি কিন্তু তবুও’-তে ‘হৃদয় আমার' গানে সুর দিয়েছেন তিনি। আহমেদ হাসান সানি নিজেই এর কথা লিখেছেন ও সুর করেছেন। গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।
দ্বিতীয় গানটি তিনি গেয়েছেন আদনান আল রাজীবের প্রথম চলচ্চিত্র ‘ইউটিউমার’-এ।
সানি জানান, ‘ইউটিউমার’ সিনেমায় তার গাওয়া গানটির শিরোনাম ‘হুজুগে বাঙালি’। এ গানের কথা লিখেছেন আদনান আল রাজীব, আরাফাত মহসিন ও সানি নিজে। সঙ্গীতায়োজনে আছেন আরাফাত মহসিন।
সানি বলেন, স্বপ্নজাল সিনেমায় ‘আমারে উড়াইয়া দিও’ গান থেকে শ্রোতাদের অসামান্য ভালোবাসা পেয়েছি। তবুও দীর্ঘ সময় নিয়ে সিনেমায় গান করলাম। কারণ আমি চাই সময় লাগলেও গানগুলো ভালো হোক। নতুন এই দুটি গান একেবারে আলাদা ধাঁচের। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।