• বিদেশ ডেস্ক
  • ২৪ এপ্রিল ২০২১ ১৫:৪০:১৩
  • ২৪ এপ্রিল ২০২১ ১৫:৪০:১৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সৌদির স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত

সৌদির স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত

ভারতীয় সংস্কৃতির বৈচিত্র নিয়ে বিশ্বের নানা দেশে চর্চা হয়। তবে এবার ঘটতে যাচ্ছে একেবারেই নতুন ঘটনা। অবিশ্বাস্য শোনালেও সৌদি আরবে স্কুলে পড়ান হবে রামায়ণ, মহাভারত। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, যোগ বা আয়ুর্বেদ নিয়ে চর্চা হবে সৌদি আরবের স্কুলে। তেমনই পরিকল্পনা করেছেন সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন সালমান।

প্রিন্স মুহাম্মদ বিন সালমানের হাত ধরে দেশটির স্কুল শিক্ষা পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে সে দেশের শিক্ষার্থীর ধারণা দেওয়া হবে। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ভিশন ২০৩০’।

পরিকল্পনা অনুযায়ী, সৌদি আরবের স্কুল পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হয়েছে রামায়ন এবং মহাভারত। সেই সঙ্গে যোগ এবং আয়ুর্বেদ সম্পর্কেও বেশ কিছু বিষয় পড়ানো হবে। শুধু তাই নয় ভিশন ২০৩০-তে ইংরেজি ভাষা শিক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে সৌদি আরবের স্কুলগুলোতে পড়ানো বিভিন্ন বইয়ের পৃষ্ঠার ছবি তুলে পোস্ট করেছেন ভারতীয় একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সেখানে দেখা গেছে, বিভিন্ন দেশের সংস্কৃতি ইতোমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে সৌদি আরবের পাঠ্যসূচিতে। সেখানে হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, মহাভারত এবং ধর্মের মতো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।

উল্লেখ্য সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্য অন্যতম মহাভারত ও রামায়ণ।  প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহাভারতের রচয়িতা ব্যাসদেব (কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস)। মহাভারতে এক লক্ষ শ্লোক ও দীর্ঘ গদ্যাংশ রয়েছে। এই মহাকাব্যের শব্দসংখ্যা প্রায় আঠারো লক্ষ। মহাভারত মহাকাব্যটির আয়তন ইলিয়াড ও ওডিসি কাব্যদ্বয়ের সম্মিলিত আয়তনের দশগুণ এবং রামায়ণের চারগুণ।

 

 

 

সংশ্লিষ্ট বিষয়

রামায়ণ-মহাভারত সৌদি আরব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1483 seconds.