• নিজস্ব প্রতিবেদক
  • ২৫ এপ্রিল ২০২১ ১১:২০:৫৭
  • ২৫ এপ্রিল ২০২১ ১১:২০:৫৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

লা রিভে নতুন ঈদ কালেকশন ২০২১

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে ঈদ ফ্যাশনের নতুন আয়োজন। নারী, পুরুষ, শিশু ও নবজাতক- সবার জন্য তৈরি এই কালেকশনটির নাম দেয়া হয়েছে ’লা রিভ ঈদ কালেকশন ২০২১’

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ”আমরা একটি বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। লকডাউন, স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে নিয়ন্ত্রিত চলাফেরা এখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিজের মনকে সজীব রাখা জরুরি। এসব মাথায় রেখেই লা রিভ নিয়ে এসেছে তার ঈদ কালেকশন ‘২১। এই কালেকশনে প্রাধান্য পেয়েছে প্রকৃতির বৈচিত্র্য এবং মন ভালো করে দেয়া উজ্জল রঙের ব্যবহার, যা উৎসবের পূর্ণতা এনে দেবে, নিজেকেও মুহুর্তেই প্রাণবন্ত করে তুলবে।”

নতুন কাপড়, নতুন প্রিন্ট
দেশি স্টাইলে আর্ন্তজাতিক টি-জোনের বাছাই করা প্রিন্ট ও নতুন ফেব্রিক নিয়ে কাজ করা লা রিভের প্রধান বৈশিষ্ট্য। ফেব্রিক কালেকশনে এবার যোগ নতুন করে যোগ হয়েছে লেস, সাটিন ব্যাকড ক্রেপ, গ্লিটার টুল্যে, স্ট্রেচ ফেইলি, ভেলভেটিন, প্রিন্টেড নিটেড মেশ, ভিসকোস সাটিন ও ভিসকাস সিল্ক ফেব্রিক। সামারের ঈদ পোশাকে আরাম নিশ্চিত করেছে কটন, মার্সেরাইজ নিট, কটন সিল্ক ও কটন সাটিন। উৎসবের আমেজ ধরে রাখতে  হাফসিল্ক, সিল্ক, মসলিন, স্যাটিন, অরগাঞ্জা, জর্জেট ও ফেইলি ফেব্রিকের বৈচিত্র্যময় ব্যবহারও  বাদ পড়েনি।

রঙের প্যালেটে প্রাধান্য পেয়েছে প্যাস্টেল, নিউট্রাল ও বেইজের সাথে মন ভালো করা উজ্জল সব রঙ যেমন ফিরোজা, ফুশিয়া, বেগুনি, ল্যাভেন্ডার, মেরুন, হলুদ, লাল ও নীলের কম্বিনেশন। নেচার প্রিন্টস্টোরি থেকে মোটিফ হিসেবে ইথরিয়েল, স্যাচুরেটেড ও এক্জুবেরেন্ট ফ্লোরাল বাছাই করা হয়েছে। জ্যামিতিক লাইনে থাকছে ঐতিহ্যবাহী মরোক্কান মোটিফের কাজ। এবারের ঈদের অন্যতম জনপ্রিয় মোটিফ টাইডাই ফোটাতে লা রিভ এনেছে ২টি  ডাইস্টোরি। টেকনিকালার ট্রাইব ও রেইনবো ডেইজ। টেকনিকালার ট্রাইবে এথনিক টাইডাই প্রিন্ট দেখা যাবে, অন্যদিকে রেইনবো ডেইজ স্টোরিতে টাইডাই করা হয়েছে রঙধনুর উজ্জল সব রঙ দিয়ে। ফ্যাশন এলিমেন্ট হিসেবে এসেছে বো’জ, মিক্সড মিডিয়া, সিকুইন, অ্যাপ্লিক ও র‌্যাফলের ট্রেন্ডি ব্যবহার।

উইমেনজ  কালেকশন
সব বয়সের নারীদের জন্য কাতান, টিস্যু, কটন, মসলিন ও সিল্ক শাড়ির সমাহার এবারের ঈদ কালেকশনের প্রধান আকর্ষণ। এই শাড়িগুলিতে এম্ব্রয়ডারি, কারচুপি, ট্যাসেল, বর্ডার প্যাচ, ব্লক ও প্রিন্টের কাজ করা হয়েছে। লা রিভের শ্রাগ ও র‌্যাপ-স্টাইল টিউনিক ও কামিজ ইতিমধ্যে ঈদের ফ্যাশন ট্রেন্ড দখল করে নিয়েছে। এরসাথে যোগ হয়েছে পার্টি-উপযোগি সালোয়ার কামিজ সেট। যারা ফিউশনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য থাকছে ম্যাক্সি ড্রেস, গাউন, জাম্পস্যুট, শার্ট ও শর্ট টিউনিক। নতুন স্টাইল হিসেবে প্লিটেড ও পেপলাম-স্টাইল টপস ও কাফতান যোগ করা হয়েছে যাতে ট্রেন্ডি ট্যাসেল, প্ল্যাকেট ও কারচুপির কাজ থাকবে।  ম্যাচিং মাস্ক ও স্যান্ডেলে যোগ হয়েছে নতুন ডিজাইন। বটমস কালেকশনে ডেনিমের পাশাপাশি পাওয়া যাবে ট্রেন্ডি হারেম, কুলোটস, পালাজ্জো, স্কার্ট, লেগিংস ও ফরমাল প্যান্টস। এক্সাগেরেটেড ও ভল্যুমিনাস স্লিভে অরগাঞ্জার ব্যবহার এবং এলংগেটেড এ লাইন, আমব্রেলা ও হ্যান্ডকারচিফ হেম এবারের বিশেষ বৈশিষ্ট্য যা সবার নজর কাড়বে।

মেনজ কালেকশন
ঈদ উপলক্ষ্যে ঢেলে সাজানো হয়েছে লা রিভের পাঞ্জাবি কালেকশন। সিম্পল কিন্তু ক্লাসি পাঞ্জাবি স্টোরিতে যোগ হয়েছে সিঙ্গেল কালার, ডিজিটাল প্রিন্ট ও কলার প্ল্যাকেটে এম্ব্রয়ডারি করা পাঞ্জাবির নতুন নতুন স্টাইল।  ক্রিসপি সিল্ক, সাটিন, ব্লেন্ডেড ও ক্রিসপ কটনে তৈরি পাঞ্জাবিগুলোতে একরঙা সাদা, নীল, কালো, লাল পাঞ্জাবি যেমন থাকবে, তেমনি কলার-প্ল্যাকেটে রুচিশীল এম্ব্রয়ডারি ও কারচুপির কাজ করা পাঞ্জাবিও দেখা যাবে। তরুণদের ক্রেইজ বাড়াতে এই কালেকশনে ডিজিটাল প্রিন্ট ভিসকোস পাঞ্জাবি ছাড়াও যোগ হয়েছে হাল আমলের বাটন-ট্যাব ও ইউটিলিটি-কাট ক্যাজুয়াল পাঞ্জাবি। ভারি কারচুপি ও প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ে তৈরি এক্সক্লুসিভ পাঞ্জাবির বৈচিত্রও সবাইকে সমানতালে মুগ্ধ করবে। পাঞ্জাবিগুলোর সাথে মিলিয়ে তৈরি হয়েছে ম্যাচিং টুপি কালেকশন। গরমের ঈদ, তাই ক্যাজুয়াল ও কমফোর্ট শার্টের পাশাপাশি সামার শার্টেও নতুন ডিজাইন এনেছে লা রিভ। এর পাশেই দেখা মিলবে বিজনেস ক্যাজুয়াল ও প্রিমিয়াম-কোয়ালিটি ফর্মাল শার্টের। এই প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলি অফিসের পাশাপাশি যেকোন পার্টি ও বিয়ের আসরে দারুণ মানাবে। অফিস ও আড্ডায় পরার উপযোগি মার্সেরাইজড ও সাইরো পোলো এবং অ্যাথলেজার টিশার্টের সাথে যোগ হয়েছে কটন, টেনসেল ও নিটের পাজামা প্যান্টস। অ্যাক্সেসরিজ বিভাগে এবারই প্রথম  লেদারের ওয়ালেট ও স্যান্ডেল, সুজ এবং টেন্ডি বেল্ট যোগ করেছে লা রিভ।

কিডস কালেকশন
ঈদে মেয়ে শিশুদের জন্য সিঙ্গেল কালার ও এম্ব্রয়ডারি করা অরগাঞ্জা, লেস, সাটিন, টুল্যে ও  সিকোয়েন্স মেশ ফেব্রিকে তৈরি রঙিন পার্টি ফ্রকের চোখজুড়ানো কালেকশন এবারের কিডস সেকশনের প্রধান আকর্ষণ।  এরই সাথে ট্রেন্ডি টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, শার্ট, টপের সাথে ম্যাচিং পালাজ্জো, লেগিংস, কুলোটস ও বারমুডা প্যান্টস কালেকশনটিকে সম্পূর্ণ করেছে। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, পোলো, টিশার্টে প্রিন্ট ও এম্ব্রয়ারির মাধ্যমে ফোটানো হয়েছে পছন্দের সুপারহিরো, ভেহিকেল, ক্যারিকেচার, অ্যাডভেঞ্চার ও এথনিক মোটিফ। নবজাতকদের জন্যেও এই স্টাইলগুলির মিনি-ভার্সন রাখা হয়েছে।
সম্প্রতি লা রিভের ম্যাচিং ও মিনি-মি কম্বো কালেকশন সবার মাঝে দারুণ সাড়া ফেলেছে। এই ঈদেও মা-বাবা-ছেলে ও মেয়ের জন্য ম্যাচিং ঈদ পোশাকের কালেকশন এনেছে লা রিভ।

নতুন ঈদ কালেকশনটি ইতিমধ্যে পৌঁছে গেছে ঢাকা, খুলনা, সিলেট ও নারায়নগঞ্জের ১৬টি স্টোরে, যা শপ ওপেন হওয়া মাত্রই কেনা যাবে। অথবা, অনলাইনে মাত্র ২০০০ টাকার পণ্য অর্ডার করে ফ্রি ডেলিভারি পেতে আজই ব্রাউজ করুন www.lerevecraze.com অথবা www.facebook.com/lerevecraze

সংশ্লিষ্ট বিষয়

লা রিভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1520 seconds.