অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
ছোটপর্দায় বাংলাদেশি অভিনেতা হিসেবে রেকর্ড গড়লেন জিয়াউল ফারুক অপূর্ব। প্রথম বাংলাদেশি বাংলা ব্যবসায়িক নাটক অঙ্গনে এই অভিনেতাই ১ থেকে শুরু করে টানা ২০টি নাটকে কোটি ভিউ ছুঁয়েছেন।
কোটি ভিউ পাওয়া সেই ২০ নাটকের তালিকার মধ্যে রয়েছে বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭- দ্যা লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, দ্য পারফেক্ট ম্যান, ভালোবাসি তুমি আমি, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, বিনি সুতোর টান, এক্সচেঞ্জ, যদি তুমি জানতে, গোলাপী কামিজ, হঠাৎ দেখা, ফার্স্ট লাভ, প্রেমছবি, ক্যান্ডি ক্রাশ, শেষ পর্যন্ত, জীবন শুধু তুমি, পার্টনার, তোমার অপেক্ষায় ইত্যাদি।
এছাড়াও এখন পর্যন্ত জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত মোট ৯২টি নাটক ৫ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ইউটিউবে। যা বাংলাদেশি অভিনেতাদের মধ্যে প্রথম ও সর্বোচ্চ।
এমন সাফল্যে আনন্দিত হয়ে নিয়ে অপূর্ব বলেন, 'সব সাফল্য দর্শকের৷ কৃতজ্ঞতা জানাই আমি আমার কোটি ভিউ পার হওয়া নাটকগুলোর পরিচালক ও টিমকে৷ তারা এতোটা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না।'