• বিদেশ ডেস্ক
  • ০৫ মে ২০২১ ১২:৩২:৪৬
  • ০৫ মে ২০২১ ১২:৩২:৪৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

একসঙ্গে ৯ সন্তান প্রসব!

মালির নারী ৯ সন্তানের জন্ম দিলেন। ছবি- দ্য মিরর।

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন পশ্চিম আফ্রিকার দেশ মালির এক নারী। এমন বিরল ঘটনায় অবাক পুরো বিশ্ব।

মালির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৫ বছর বয়সী নারী হালিমা সিসে মঙ্গলবার একসঙ্গে ওই নয় সন্তানের জন্ম দেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি জানিয়েছেন, পাঁচ কন্যা এবং চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন হালিমা। মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।

এর আগে গর্ভবতী হওয়ার পর হালিমা যখন চিকিৎসকের পরামর্শ নিতে যান তখন আল্ট্রাসাউন্ডে তার সাত সন্তানের অস্তিত্ব ধরা পড়ে। পরে সেখান থেকে তাকে অধিকতর উন্নত চিকিৎসার জন্য মরক্কোতে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার করেই তার প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মতো হাসপাতালের প্রসব বিভাগে ভর্তি করানো হয় তাকে। সেখানেই একে একে ৯টি সন্তান প্রসব করেন তিনি।

একসঙ্গে ৯ সন্তান প্রসবের তেমন নজির নেই তবে একেবারেই বিরল নয়। ১৯৭১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এক নারী একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু জন্মের পর ছয় দিনের মধ্যেই একে একে সবার মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, মানব শরীর একসঙ্গে এতো সন্তান প্রসবের জন্য উপযুক্ত নয়। যে কারণে ৯ মাস জরায়ুতে থাকলেও এসব শিশুর সম্পূর্ণ বৃদ্ধি হয় না। সেই কারণে বেশিরভাগ সময়ে জরায়ুতেই মৃত্যু হয় তাদের। অনেকে আবার জন্মের পরই মারা যায়।

সংশ্লিষ্ট বিষয়

মালি পশ্চিম আফ্রিকা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1410 seconds.