• বিনোদন ডেস্ক
  • ১৬ মে ২০২১ ১১:৪৯:২৯
  • ১৬ মে ২০২১ ১১:৪৯:২৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সালমানের সতর্কবার্তা

বলিউড অভিনেতা সালমান খান।

ঈদ উপলক্ষে সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে সাড়া আশানুরূপ সাড়া পড়ছে না। তার ওপর মুক্তির দুই দিনের মাথায়ই অনলাইনে ফাঁস হয়েছে ‘রাধে’র এইচডি প্রিন্ট। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সালমান সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন।

অনলাইনে চৌর্যবৃত্তি করে সিনেমা প্রকাশ করা নিয়ে সালমান খান লিখেন, ‘খুবই কম খরচে মাত্র ২৪৯ রুপিতে রাধে সিনেমাটি দেখার সুযোগ দিয়েছি আমরা। তারপরও কিছু সাইট বেআইনিভাবে রাধে স্ট্রিমিং করছে, যা বেশ বড় অপরাধ। এই সকল সাইটের বিরুদ্ধে সাইবার সেল ব্যবস্থা নিচ্ছে। দয়া করে পাইরেসি করবেন না। এতে করে সাইবার সেল আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।’

সালমান খান ছাড়াও ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় অভিনয় করছেন দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ। এর মধ্যে খল চরিত্রে দেখা গেছে রণদীপকে। অন্যদিকে, দিশার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ।

 

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1575 seconds.