সাতক্ষীরায় ভারতফেরত ১৪২ যাত্রীর ১১ জনের করোনা পজিটিভ
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ভারত ফেরত ৩০০ পাসপোর্ট যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। এদের বুধবার (১৯ মে) কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা। কোয়ারেন্টিন থেকে বাড়ি যাওয়ার আগে করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার (১৮ মে) রাতে পাওয়া রিপোর্টে জানা গেছে, ১৪২ জনের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তার ফেইসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'ভারত থেকে প্রত্যাগত বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হবে। সকলকে সাবধান ও সতর্ক থাকতে অনুরোধ করা হলো।'
জানতে চাইলে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত বলেন, 'সাতক্ষীরায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা ১৪২ যাত্রীর মধ্যে যে ১১ জনের করোনা পজেটিভ এসেছে বুধবার (১৯ মে) সকালে তাদেরকে সাতক্ষীরা মেডিকেলের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তদের শরীরে করোনার ধরণ ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে নিশ্চিত করতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী ৫দিনের মধ্যে আইইডিসিআর এ পাঠানো হবে । এছাড়া বাকিদের বুধবার নিজ বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
এদিকে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার 'এসপি সাতক্ষীরা' ফেইসবুক আইডিতে লিখেছেন, 'সাতক্ষীরায় ভারতফেরত পাঁচজন করোনা রোগী শনাক্ত। আপনাদের এলাকায় ভারত থেকে কোনো লোক আসলে জেলা পুলিশকে জানান। কোনোভাবেই যাতে সীমান্ত অতিক্রম করে কোনো লোক আসা-যাওয়া করতে না পারে সবাই সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার।'
প্রসঙ্গত, ৫ মে সন্ধ্যায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে আসা এসব যাত্রীদের সাতক্ষীরার আবাসিক হোটেল উত্তরা, হোটেল টাইগার প্লাস, হোটেল হাসান ও হোটেল আল কাশেম-এ রাখা হয়। তাদের প্রত্যকেরই পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।