• বিনোদন ডেস্ক
  • ১৯ মে ২০২১ ১৫:০৭:৩৩
  • ১৯ মে ২০২১ ১৫:০৭:৩৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

রোজিনার জন্য শতভাগ ন্যায়বিচার চাইলেন শাকিব খান

চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্টার অভিযোগ ও তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আদালতের কাছে শতভাগ ন্যায়বিচার প্রত্যাশা করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এসময় তিনি রোজিনাকে হেনস্তা এবং মামলা দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

নিজের ভ্যারিফাইড ফেসবুকে পেজে শাকিব খান লিখেন, দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে!একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।

রোজিনা ইসলামের সাংবাদিকতার প্রশংসা করে শাকিব খান লিখেন, 'দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।'

শাকিব খান বলেন, 'সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।'

এর আগে সোমবার পেশাগত দায়িত্ব সচিবালয়ে সরকারি নথি ‘চুরি’ করার অভিযোগে রোজিনাকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তার অভিযোগ উঠে। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এতে দণ্ডবিধির দুটি ধারায় গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরি এবং দাপ্তরিক গোপনীয়তা আইনের দুটি ধারায় রাষ্ট্রীয় গোপন নথি 'চুরি'-র অভিযোগ আনা হয়।

সংশ্লিষ্ট বিষয়

শাকিব খান রোজিনা ইসলাম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1560 seconds.