• বিদেশ ডেস্ক
  • ১৯ মে ২০২১ ১৬:০৫:৪২
  • ১৯ মে ২০২১ ১৬:০৫:৪২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ৫২ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে: জাতিসংঘ

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে ৫২ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে: জাতিসংঘ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার ভয়ংকর চিত্র উঠে এসেছে জাতিসংঘের হিসাবে। গাজা উপত্যকাসহ ফিলিস্তিনের বিভিন্ন আবাসিক এলাকায় বিমান হামলায় এ পর্যন্ত ৫২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে এক হিসাব প্রকাশ করেছে জাতিসংঘ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৫২ হাজারের বেশি মানুষ নিজেদের আবাস হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাজা উপত্যকায়।  ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে  প্রায় সাড়ে চারশ ভবন ইসরাইলি হামলায় বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র ইয়েন্স লেয়ার্কে বলেন, গাজায় জাতিসংঘের পরিচালিত স্কুল রয়েছে ৫৮টি। এতে আশ্রয় নিয়েছেন প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি।

তবে, ইসরায়েল বলছে তারা হামাসের সামরিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে। সাধারণ নাগরিক ও আবাসিক এলাকার ওপর হামলার বিষয়টি বরাবরই অস্বীকার করছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, হামলায় এ পর্যন্ত ২২০ জন ফিলিস্তিনি মারা গেছেন। যাদের মধ্যে শিশু কমপক্ষে ৬১ আর নারী ৩৬ জন। অন্যদিকে, ফিলিস্তিনের পাল্টা হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১২ জনের প্রাণহানি হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1427 seconds.