জাতিসংঘ মানবাধিকার পরিষদ।
জাতিসংঘের মানবাধিকার পরিষদে ইসরায়েল-ফিলিস্তিনের ইস্যুতে বিশেষ অধিবেশন বসতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে কাউন্সিল এই অধিবেশনের কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে চলমান ইস্যুগুলো নিয়ে বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। যেখানে পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের দখল হয়ে যাওয়া অংশগুলোতে মানবাধিকার পরিস্থিতির দুরবস্থা উপস্থাপন করে আলোচনা করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানের অনুরোধে এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই অধিবেশনের বিষয়ে মানবাধিকার পরিষদের ৪৭ সদস্যরাষ্ট্রের এক-তৃতীয়াংশ সমর্থন জানিয়েছে কি না তা জানা যায়নি।
এর আগে এই ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বসলেও সংঘাত বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।