৪ তলা বাড়ির মালিক চাইলেন ত্রাণ, জুটল জরিমানা
আর্থিকভাবে সচ্ছল চারতলা এক বাড়ির মালিক জরুরি সেবা নম্বর ৩৩৩ তে ফোন করে ত্রাণ চান। তবে ত্রাণের বদলে তার কপালে জুটেছে জরিমানা। সচ্ছল হয়েও ত্রাণ চাওয়ায় শাস্তিস্বরূপ তাকে খাওয়াতে হবে ১০০ জন গরিব-দুঃস্থকে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ কাশিপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ত্রাণ চাওয়া ওই ব্যক্তির নাম ফরিদ আহমেদ ( ৫৫) । তিনি একাধিক হোসিয়ারীর মালিক বলে জানা গেছে।
চারতলা বাড়ি থাকা সত্ত্বেও তিনি ৩৩৩ নম্বরে ক্ষুদে বার্তায় সরকারি ত্রাণের আবেদন করেন। পরে যাচাই-বাছাই করে নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন তার চারতলা বাড়ি ও আর্থিক সচ্ছলতার বিষয়টি জানতে পারলে তাকে শাস্তিস্বরূপ ১০০ জন দুঃস্থ পরিবারকে খাবার বিতরণের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এই কর্মকর্তা জানান, ফরিদ আহমেদ নামে ওই লোক ত্রাণ চেয়ে ৩৩৩ নম্বরের ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন। নিয়মানুযায়ী, আমরা যাচাই-বাছাইয়ের একপর্যায়ে জানতে পারি ওই লোকের চারতলা একটি ভবন আছে। পরে আমি ঘটনাস্থলে নিজে গিয়ে তার এ কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাকে শাস্তিস্বরূপ ১০০ জন গরিব-দুঃস্থকে খাবার বিতরণের নির্দেশ দেওয়া হয়।
এমন ভিন্ন শাস্তি নিয়ে তিনি জানান, চাইলেই আর্থিকভাবে জরিমানা আদায় করা যেত। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। তাই ওই অভিযুক্তকে ১০০ জনকে খাবার বিতরণের শাস্তি দেওয়া হয়। আগামীকাল শনিবার বিকেল ৪টার দিকে আমার উপস্থিতিতে খাবার বিতরণ করবে ফরিদ আহমেদ।