মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা।
সৌদি প্রবাসীর কাছ থেকে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এসআই মনিরুজ্জামান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, বাদীর জিম্মায় জামিন পেয়েছেন আসামি রোমানা ইসলাম।
এসআই মনিরুজ্জামান বলেন, মামলার বাদী কামরুল ইসলাম ঈদের আগে তার জিম্মায় আসামীর জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১১ মার্চ রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার মামলা করেন সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান। মামলার পরদিন গ্রেফতার হন রোমানা।