টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব।
ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বাড়ায় দেহ সৎকারে শ্মশানে জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে। আবার করোনায় আক্রান্তদের মৃতদের সৎকারে ব্যবস্থাও থাকে না সব শ্মশানে। এই সংকট দূর করতে এবার এগিয়ে এলেন টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব।
দেব তার লোকসভা নির্বাচনের কেন্দ্র ঘাটালের লোকালয় থেকে দূরে শ্মশান তৈরি করার উদ্যোগ নিয়েছেন। দেবের এই শ্মশানে সুরক্ষাবিধি মেনে করোনা আক্রান্ত মৃতদের দেহ সৎকার করা যাবে জানিয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম।
খবরে বলা হয়, ঘাটাল এলাকায় লোকালয়ের কাছে শ্মশানে করোনায় মৃদেহ সৎকার নিয়ে অভিযোগ ছিল সেখানকার স্থানীয়দের। তাদের অভিযোগ আমলে নিয়েই পেয়েই সংসদ সদস্য দেব লোকালয়ের বাইরে সুরক্ষিত স্থানে শ্মশান তৈরির উদ্যোগ নেন। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনুমতি পেয়েই শ্মশান বানানোর কাজ শুরু করে দেন এই তারকা-রাজনীতিক।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে দেব জানান, বিষয়টি শুনতে এবং ভাবতে খারাপ লাগলেও এটা একটা বাস্তব সমস্যা। তাই মুখ্যমন্ত্রীর অনুমতি পেয়েই কাজ শুরু করে দেন তিনি। ঘাটালের লোকালয়ের বাইরের এই শ্মশানে শুধুমাত্র কোভিডের ফলে মৃতদের দেহই সৎকার করা হবে।