কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের আন্ধেরির এক বিউটিশিয়ানকুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। বিয়ের প্রলোভনে প্রতারণার পাশাপাশি বিকৃত যৌনাচারের অভিযোগও করেছেন এই নারী।
ওই নারী তার অভিযোগে জানান, তাদের পরিচয় প্রায় আট বছরের। কুমার হেগড়ে গত জুনে তাকে বিয়ের প্রস্তাব দেন কুমার। কিন্তু একাধিকবার যৌন সম্পর্ক করলেও তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এখানেই শেষ নয়, কুমারের মা এই নারীকে ফোন করে জানান, ছেলের বিয়ে ঠিক হয়েছে তিনি যেন কুমারের সঙ্গে আর যোগাযোগ না রাখেন।
গত ১৯ মে কুমারের বিরুদ্ধে ডিএন নগর থানায় মামলা করেন এই নারী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭ ও ৪২০ ধারায় মামলা দায়ের হয়েছে। কুমার হেগড়েকে এখনো গ্রেপ্তার করা হয়নি।