• বিনোদন ডেস্ক
  • ২৩ মে ২০২১ ১৩:২৫:৫৫
  • ২৩ মে ২০২১ ১৩:২৫:৫৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সংসার ভাঙল মাহির

চিত্রনায়িকা মাহিয়া মাহি।

চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙার কথা কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তা সত্যি হলো। জানা গেছে, ডিভোর্স হয়ে গেছে জনপ্রিয় এ তারকার।

শনিবার মাহিয়া মাহি তার তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

তিনি লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।

মাহি লিখেছেন, আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।

তবে ঠিক কি কারণে সংসার টিকলো না তা স্পষ্ট করে জানাননি মাহি। শুধু জানিয়েছেন, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানছেন। মাহি বলেন, এর বেশি কিছু জানাতে চাই না৷

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় মাহি তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন।

সংশ্লিষ্ট বিষয়

মাহিয়া মাহি ডিভোর্স

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1457 seconds.