• বিদেশ ডেস্ক
  • ২৩ মে ২০২১ ১৫:৩৪:৩৬
  • ২৩ মে ২০২১ ১৫:৩৪:৩৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

‘একসেপ্ট ইসরায়েল’ উঠে যাওয়া অনেক বড় খবর: ইসরায়েলের মুখপাত্র

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ছাড়া) শব্দগুচ্ছ উঠে যাওয়াকে বাংলাদেশ সরকার তেমন বড় কূটনৈতিক পরিবর্তন না বললেও ইসরাইলে এটি বড় খবর হিসেবে উল্লেখ করছে দেশটির কর্মকর্তারা।

এই ঘটনায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন। এক টুইটবার্তায় বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেয়াকে ‘অনেকটা বড় খবর’ বলে উল্লেখ করেন তিনি।

এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। বর্তমানে ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

এরই মাঝে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন গিলাড কোহেন। তিনি টুইটার বার্তায় লিখেছেন, ‘অনেক বড় খবর। বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আমরা বাংলাদেশকে স্বাগত জানাচ্ছি।’

তবে ইসরায়েল বিষয়ে পাসপোর্টে পরিবর্তন হলেও কূটনৈতিক সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ সংশোধনী আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। সেখানে সংশোধনী আনা হলেও ইসরায়েলের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1607 seconds.