ঢাকায় ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু
গত তিনদিন আগে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন ৬৫ বছর বয়সী এক রোগী। মারা যাওয়ার তিন দিন পর আজ মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে ঐ রোগী মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন। শুরুতে রোগী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। এমনকি কোভিডে আক্রান্ত হয়ে সুস্থও হয়েছিলেন।
অণুজীববিজ্ঞানীরা বলছেন, মিউকোরমাইকোসিস নতুন কোনো ছত্রাক নয়। এই ছত্রাক পরিবেশেই আছে। রোগপ্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের এই ছত্রাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
তবে এটি ছোঁয়াচে নয়। শরীরের যেকোনো স্থানে এর সংক্রমণ হলেও নাকের আশপাশে, চোখে সংক্রমণ বেশি হয়। চোখে সংক্রমণ হলে তা দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত এলাকায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ওই এলাকা কালো হয়ে যায়। তাই একে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বলা হয়।
উল্লেখ্য, ভারতে ব্ল্যাক ফাঙ্গাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে এ পর্যন্ত ৮ হাজার ৮০০ জন এই ফাঙ্গাসে সংক্রমিত হয়েছে এবং বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সংখ্যা দুইজন।