যে কারণে মোসাদ প্রধানকে বরখাস্ত করল ইসরায়েল
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আদেশে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মোসাদের উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে। রয়টার্সের খবরে এই তথ্য জানা গেছে।
গতকাল সোমবার রাতে নেতানিয়াহু এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে রয়টার্স। মোসাদ কর্মকর্তাদের সাথে এক অনুষ্ঠানে তিনি গোয়েন্দা সংস্থাটির কর্তা বদলের ঘোষণা দেন বলে জানা গেছে।
এর আগে গাজা উপত্যকায় ১১ দিনব্যাপী সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা হলে ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষই এই যুদ্ধে নিজেদের বিজয়ী বলে দাবি করে। যুদ্ধে জয়ের আনন্দ নিয়ে রাস্তায় ঢল নামে হাজারো ফিলিস্তিনি নাগরিকের। কিন্তু, ইসরায়েলিদের বেলায় আবার তেমন আনন্দ প্রকাশ করতে দেখা দেয়নি।
বলা হচ্ছে, এই যুদ্ধে মোসাদের কাজ নিয়ে সন্তুষ্ট না নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্য কোহেনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১১ দিনের এই যুদ্ধে গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক অবস্থানগুলোর ওপর ইসরায়েকের বিমান হামলায় ৬৬ শিশু ও ৩৬ নারীসহ ২৫৩ ফিলিস্তিনি নিহত ও ১৯৪৮ জন আহত হয়েছেন। অন্যদিকে গাজা থেকে হামাসের প্রতিআক্রমণে ছোঁড়া রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের এক সেনা সদস্যসহ ১৩ জন প্রাণ হারিয়েছেন।