• বিনোদন ডেস্ক
  • ২৫ মে ২০২১ ১৭:৫০:৪০
  • ২৫ মে ২০২১ ১৭:৫০:৪০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সৃজিতের চাওয়া, মিথিলা যেন চির-যুবতী থাকে

সৃজিত-মিথিলা দম্পতি।

অভিনেত্রী স্ত্রী মিথিলার আজ জন্মদিন। কিন্তু করোনাভাইরাসের জন্য ভ্রমণ বিধিনিষেধে দুইজন আছেন দুই দেশে। অগত্যা শুভেচ্ছা জানানোর বেশি আর কিছু করতে পারলেন না সৃজিত।

অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার জন্মদিনে স্বামী চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাই শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে পরিবারের ৩ সদস্য মেয়ে আয়রা, সৃজিত এবং মিথিলার একটি ছবি শেয়ার করেছেন।

তার উপরে লিখেছেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’ সঙ্গে এমন এক মানুষের কথা উল্লেখ করলেন, যার জন্মদিন আর মিথিলার জন্মদিন খুব কাছাকাছি। তিনি বব ডিলান, যার জন্মদিন ২৪ মে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1453 seconds.