• বিনোদন ডেস্ক
  • ২৬ মে ২০২১ ১৯:০৮:৫৭
  • ২৬ মে ২০২১ ১৯:০৮:৫৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

নায়ক জায়েদ খান হলেন মসজিদ কমিটির সভাপতি

চিত্রনায়ক জায়েদ খান।

নায়ক জায়েদ খানকে পিরোজপুরের মাছিমপুরের আল হেরা জামে মসজিদের সভাপতি নির্বাচিত করা হয়েছে। গণমাধ্যমে জায়েদ নিজেই জানিয়েছেন বিষয়টি।

বুধবার (২৬ মে) তিনি গণমাধ্যমকে জানান, সিনেমার মানুষ হয়েও মসজিদ কমিটির এ দায়িত্ব পাওয়াকে গর্বের বলে মনে করছেন তিনি।

জায়েদ বলেন, 'বাড়ি গিয়ে আমি সারপ্রাইজড। কারণ আল হেরা জামে মসজিদ থেকে আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। আমাকে মসজিদ কমিটির সভাপতি করা হয়েছে জানিয়ে আমার হাতে উপহার স্বরূপ জায়নামাজ ও টুপি তুলে দেওয়া হয়।'

সভাপতি কেন করা হলো এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, 'আসলে আমার কাছেও এটাই প্রশ্ন ছিল। সাধারণত মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি হন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা গণ্যমান্য ব্যক্তি। কিন্তু আমাকে সভাপতি করা হয়েছে কেন এটা জানতে চাইলে তারা জানান, আমার কোনো বাজে অভ্যাস নেই, মদ সিগারেট খাই না। যার কারণে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।'

জায়েদ আরও বলেন, আমি অভিনয় করিও, অনেকের ধারণা যার অভিনয় করে, সিনেমার মানুষ  তারা খারাপ। আমাকে এই পদে নেওয়া হয়েছে এখন অনেকের ভুল ভাঙবে। আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি।

সিনেমার পর্দায় দীর্ঘদিন করে আসলেও তেমন সফল কোনো সিনেমা করতে পারেননি জায়েদ খানের। তার প্রায় ২০ টির ওপর সিনেমার কোনোটিই দর্শক সমাদৃত হয়নি।

তবে সাংগঠনিক দিকে থেকে তিনি বেশ সফল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

 

 

 

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1576 seconds.