• বিনোদন ডেস্ক
  • ০৪ জুন ২০২১ ১৪:৩৭:২০
  • ০৪ জুন ২০২১ ১৪:৩৭:২০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

হিজাব নিয়ে সমালোচনার জবাব দিলেন সানা খান

বলিউড অভিনেত্রী সানা খান।

হিজাব নিয়ে সমালোচনার মোক্ষম জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। নিজের জীবনে ইসলাম ধর্ম পালন করতে গিয়ে তিনি তার ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন এবং মাওলানা মুফতি আনাস সাইয়িদকে জীবনসঙ্গী করেন। এর পর থেকেই ইসলামের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি পর্দার বিধানও পালন করছেন এ অভিনেত্রী।

তবে হিজাব পরার কারণে মাঝেমধ্যেই তাকে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। অবশ্য সমালোচনাকারীদের সুন্দরভাবে জবাব দিয়ে দেন সানা।

সম্প্রতি হিজাব পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সানা খান। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন—‘লোককে এত ভয় পেয়ে চলো কেন? তুমি কি এই আয়াত পড়নি? আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমান করেন (সুরা আল ইমরান: ২৬)।

সানা আরও লেখেন, 'কখনও কখনও অপমানের মধ্যে সম্মান লুকিয়ে থাকে, আবার সম্মানের মধ্যে অপমান। তাই আমাদের চিন্তা করতে হবে ও বুঝতে হবে কোনটি আসল পথ। আর আমি কোন পথের অংশীদার হব।’

সানার হিজাব পরার ছবিতে একজন নেটিজেন মন্তব্য করেন, ‘এত পড়াশোনা করে কী লাভ যদি হিজাব পরে বাকি জীবন কাটাতে হয়?’

জবাবে অভিনেত্রী লেখেন, ‘ভাই আমার, যদি পর্দার পেছনে থেকে নিজের ব্যবসা চালিয়ে নিতে পারি সফলভাবে, এত ভালো শ্বশুরবাড়ি পাই, এত ভালো স্বামী পাই, তা হলে আর কী চাই! আর আল্লাহ আমাকে রক্ষা করছেন সব দিক থেকে। আলহামদুলিল্লাহ!’

 

সংশ্লিষ্ট বিষয়

সানা খান হিজাব সমালোচনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1439 seconds.