• অর্থনীতি ডেস্ক
  • ০৬ জুন ২০২১ ১৩:৩৮:০৯
  • ০৬ জুন ২০২১ ১৩:৩৮:০৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সংসদে বাজেট আলোচনা শুরু

সংসদে বাজেট আলোচনা শুরু

চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনা শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সংসদের বৈঠকে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়।

এর আগে বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।  শিশু দিবাযত্ন কেন্দ্র এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের কমিটি রিপোর্ট উপস্থাপন করা হয় এরপর।  এছাড়া সংসদে তিনটি বিলের রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়।

পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল-২০২১ সংসদে তোলেন। এরপর শুরু হয় সম্পূরক বাজেটের ওপর আলোচনা।  সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আলোচনার শুরু করেন। সম্পূরক বাজেটের ওপর দুই দিন সাধারণ আলোচনা শেষে সোমবার সম্পূরক বাজেট পাস হতে পারে।

চলতি অর্থবছরের মূল বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা।  মহামারীর সঙ্কটে সেই গতিপথ ঠিক থাকেনি।  সংশোধনে তা পাঁচ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটিতে নামিয়ে আনতে হয়েছে।

গত ২ জুন শুরু হয় সংসদের বাজেট অধিবেশন।  মহামারীর মধ্যে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন পরিচালিত হচ্ছে।
 

সংশ্লিষ্ট বিষয়

নতুন বাজেট জাতীয় সংসদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1666 seconds.