নিখিলকে বিয়ে নয়, লিভ টুগেদার করেছি: নুসরাত
ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ের কথা অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। মা হওয়ার খবর সামনে আসার পরন তিনি জানালেন নিখিল তার স্বামী ছিলো না, তারা লিভ টুগেদার করতেন।
বুধবার এক বিবৃতিতে অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, ‘নিখিলের সঙ্গে আমি লিভ টুগেদার করেছি, বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’
নুসরাত জানান, তুরস্কে বিয়ে হয়েছিল তাঁদের। যা হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে নয়। ফলত, এই বিয়ের কোনো আইনি ভিত্তি নেই।
এর আগে আনন্দবাজার পত্রিকা জানায়, নুসরাতের সঙ্গে বিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন নিখিল জৈন। তবে নুসরাতের মা হওয়া প্রসঙ্গে নুসরাতের স্বামী নিখিল জৈন আনন্দবাজারকে জানিয়েছেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।’
পরে গুঞ্জন রটে, পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্তের সন্তানের মা হচ্ছেন। তার আগে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার করেছেন তিনি।