• নিজস্ব প্রতিবেদক
  • ১০ জুন ২০২১ ১৯:৫৮:২১
  • ১০ জুন ২০২১ ১৯:৫৮:২১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

পেছানো হবে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা

করোনা সংক্রমণের কারণে পেছানো হবে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। করোনার এই পরিস্থিতিতে আগামী ১৯ জুন থেকে দেশের তিনটি বিভাগে এ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না তবে মহামারি পরিস্থিতিতে এ বিষয়ে চূড়ান্ত সূচি ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ জুন) গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পেছানোর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন  আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন।

করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন এই অবস্থায় পরীক্ষা হলে করোনা সংক্রমণ আরো ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

করোনার এই চলমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা পেছানোর উপায় নেই বলেও জানান কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন। 

শুক্রবার (১১ জুন) সভা করে পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানান কমিটির যুগ্ম আহ্বায়ক। এসময় তিনি আরো বলেন প্রাথমিক আবেদন করতে ২৬ জুন পর্যন্ত সময় লেগে যাবে। তারপর আবার চূড়ান্ত আবেদন।

এসব করতে সময় লাগবে জানিয়ে কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন এ অবস্থায় পরীক্ষা শুরু করার তারিখ ঘোষণা করা সম্ভব হচ্ছে না ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1567 seconds.