ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ জি-৭ নেতাদের প্রশ্ন করে বলেছেন এখন কী আপনাদের উপভোগ করার সময়। দেশটির সবচেয়ে বড় ইনডোর রেইনফরেস্টে জি-৭ জোটের নেতাদের অভ্যর্থনায় আয়োজন করা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শুক্রবার এই অনুষ্ঠানে রাজ পরিবারের যুবরাজ প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা এছাড়া নাতি প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট সহ রাজ পরিবারের সদস্যরা। গত এপ্রিলে রানীর স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর এই প্রথম রাজ পরিবারের সদস্যরা প্রকাশ্য কোন অনুষ্ঠানে যোগ দিলেন।
জি-৭ সম্মেলন কে সামনে রেখে জোটের সাতটি শিল্পোন্নত দেশের নেতারা এখন ব্রিটেন সফরে রয়েছে। রানীর ইডেন প্রজেক্ট সম্মেলনস্থলের কাছেই। এবারের জি-৭ সম্মেলনটি যুক্তরাজ্যের সমুদ্রপাড়ের অবকাশ যাপনকেন্দ্র কারবিস বে-তে জাঁকজমক ভাবে আয়োজন করা হয়েছে
অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে এক সাথে ছবি তোলেন ৯৫ বছর বয়সি রানী এলিজাবেথ। এসময় তিনি নেতাদের প্রশ্ন করে বলেন, আপনারা সময়টি উপভোগ করছেন- আর ছবিতে এমন ভাবভঙ্গী প্রকাশ করা কি ঠিক হবে? এসময় রানীর এমন প্রশ্ন শুনে অভ্যাগতদের মধ্যে বেশ হাস্যরসের সৃষ্টি হয়।