বিএনপি ক্ষমতা পাগল এবং তাদের চরিত্র দেশবাসীর কাছে স্পষ্ট বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন দলটি এখন দিগ্বিদিক শূন্য।
বিএনপির সমালোচনা করে এসময় ওবায়দুল কাদের বলেন দলটির চরিত্র এখন দেশবাসীর কাছে স্পষ্ট। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেরাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
শনিবার সকালে ওবায়দুল কাদের তার নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। ক্ষমতা ফিরে পাওয়ার মোহে বিএনপি নেতারা এখন মিথ্যাচার আর ষড়যন্ত্র করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন দলটির কোন ষড়যন্ত্রই সফল হবে না। দলটির চরিত্র এখন দেশবাসীর কাছে স্পষ্ট বলেও জানান তিনি।
বিএনপিকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দিলে নির্বাচন কমিশন তাদের ভাষায় নিরপেক্ষ এছাড়া বিএনপির পক্ষে রায় দিলেই বিচার বিভাগ স্বাধীন কাদের বলেন বিএনপি নেতাদের অপরাধ ও দুর্নীতির বিচার না করলে দুদক ভালো।
বিএনপিই একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করছে বলেও দলটির সমালোচনা করেন ওবায়দুল কাদের।