আফগানিস্তানের রাজধানী কাবুলের ফের বাসে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানীর পশ্চিমে দুটি বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।
দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবারের এ তথ্য জানিয়েছে।
কাবুলের যে শহরতলিতে হামলা হয়েছে সেখানে সংখ্যালঘু হাজার সম্প্রদায়ের মানুষের বাস বেশি বার্তা সংস্থা রয়টার্স আরো জানিয়েছে চলতি মাসের শুরুর দিকে কাবুলে এ রকমভাবে আরো বাসে দুটি হামলা হয়েছিল। সে সময় ওই হামলায় ১২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।
শনিবারের ওই হামলার বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, জোড়া বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে এ ছাড়া ছয় জন আহত হয়েছেন বলেও জানান তিনি। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।