প্রেসিডেন্ট হওয়ার আশায় এবার দেশটির নির্বাচনে প্রার্থী হতে চান লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
বর্তমানে সাইফ অবশ্য পলাতক অবস্থায় রয়েছে জানিয়ে দ্য টাইমসের প্রতিবেদনে আরো বলা হয় ২০১১ সালে লিবিয়ার একটি মরুভূমিতে আটক হয়েছিলেন সাইফ আল-ইসলাম। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
এদিকে বাবার মৃত্যুর পর ২০১৫ সালে সাইফকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে নানা প্রক্রিয়ার মাধ্যমে সে যাত্রায় বেচে ফিরেন সাইফ আল-ইসলাম। জেল থেকে ছাড়া পেয়ে জিন্টানের উত্তর-পশ্চিম অঞ্চলে নিজেকে লুকিয়ে রাখেন সাইফ ।
তিনি খুব দ্রুত প্রকাশ্য ফিরবেন জানিয়ে সাইফের এক সহযোগী দ্য টাইমসকে বলেন সাইফ আল-ইসলাম তখন নির্বাচনের ব্যাপারে বিবৃতি দেবেন।
এদিকে লিবিয়িায় আগামী ২৪ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আছে। সেই নির্বাচনে মনোনয়ন চাইতে পারেন গাদ্দাফির ছেলে কিন্তু তাকে নির্বাচনী আইনে বাধার মুখে পড়তে হতে পারে।