পিছিয়ে পড়া দেশগুলোর জন্য চীন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প গ্রহণ তার সরাসরি বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। আর এর ফলে এবার জি৭ এর নেতারাও নতুন কর্মকাণ্ডের ঘোষণা দিয়েছেন।
এদিকে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড (বি৩ডব্লিউ) নামের এই প্রোগ্রাম চীনের থেকেও ভালো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
চীন বিআরআই প্রকল্পের মাধ্যমে যেসব দেশ পিছিয়ে আছে সেসব দেশে ট্রেন, রাস্তা বন্দর গড়ছে চীন। এদিকে এটি উন্নয়নমূলক কর্মকাণ্ড হলেও বিশ্লেষকেরা বিষয়টিকে চীনের আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে মনে করছেন।
এছাড়া অনেক দেশ আবার চীনের সাহায্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে আবার কিছু কিছু দেশ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ঋণের দেনায় জর্জরিত হয়েছে।
এছাড়া গত তিন দশকে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) কর্মসূচীর আওতায় বিশ্বের শ খানেক দেশে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেছে। এতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে চীন ফরে বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
তাদের ভয়, গত কয়েকশ বছর ধরে উন্নয়নশীল বিশ্বে তাদের যে প্রভাব-প্রতিপত্তি রয়েছে তা হুমকিতে পড়ছে।