ছবি সংগৃহীত
গতকাল নায়িকা পরীমনি অভিযোগ করে বলেছেন তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে। এমন খবরে পুরো ঢালিউড পাড়া প্রতিবাদে সোচ্চার। এদিকে পরীমনিকে উদ্দেশ্য করে নায়িকা অধরা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন আমি জানি না কী হয়েছিল।
খবরটা দেখলাম এসময় অধরা পরীমণির জন্য ন্যায়বিচার চান। ফেসবুকে তিনি আরো লিখেন যারা এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন একমাত্র তারাই এ ব্যথা বুঝতে পারবেন।
এসময় নায়িকা অধরা ফেসবুকে পরীকে উদ্দেশ্য করে আরো বলেন নিজের ও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো, আগের মতো তুমি একই শক্তিতে আবার ফিরে আসবা বলে আশা প্রকাশ করেন তিনি।
আমাদের চলচ্চিত্র শিল্পের তুমি সবচেয়ে সাহসী মানুষদের একজন জানিয়ে অধরা বলেন কেউ না থাকলে তোমার পাশে সৃষ্টিকর্তা আছে।