• বিনোদন প্রতিবেদক
  • ১৪ জুন ২০২১ ১৪:২৯:৩৯
  • ১৪ জুন ২০২১ ১৪:২৯:৩৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

পরীমনির ঘটনায় ফেসবুকে ভাবনার ক্ষোভ

ছবি সংগৃহীত

গতাকাল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায়  ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ভাবনা।

এসময় ফেসবুকে ভাবনা পোস্ট দিয়ে বলেছেন পরীরমনির এই কান্না মেনে নেয়া যায়না। তার কান্না মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে।

 সম্মান একটা পিঁপড়ারও আছে উল্লেখ্য করে ভাবনা বলেন পরীমণি একজন নায়িকা, হ্যাঁ বাংলা সিনেমার নায়িকা। তো! এই বলে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্র ভাবে দেখতে পাচ্ছি বলে অভিযোগ করে তিনি আরো বলেন একজন নারী অন্য পেশায় গেলে কোন সমস্যা নেই কিন্তু সিনেমার নায়িকা হলেই যত সমস্যা বলেও অভিযোগ করেন তিনি।

এসময় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন সবাইকে সহ্য করতে হয়, অসম্মান, সবাইকে।

আমরা কার জন্যে প্রতিবাদ করবো আর কার জন্যে প্রতিবাদ করবো না তাও এখন ছকে বাঁধা  ক্ষোভ জানিয়ে ভাবনা বলেন বলেন কী যোগ বিয়োগের পৃথিবীরে বাবা!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1540 seconds.