পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলার মূল অভিযুক্ত নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এসময় নাসির উদ্দিন সহ আরো তিন জনকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে অভিযুক্ত নাসির উদ্দিন সহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
এর আহে সোমবার সকালে পরীমনি সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনায় মামলা দায়ের করেন। পরীর এই মামলায় আসামী করা হয় নাসির উদ্দিনসহ আরো ৬ জনকে।
এর আগে রবিবার (১৩ জুন) রাতে পরীমনি নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়।পরী এসময় কান্নাজড়িত কন্ঠে এ ঘটনায় সবার কাছে বিচার চান।
আমার সঙ্গে অন্যায় করা হয়েছে উল্লেখ করে পরীমনি বলেন আমি অন্যায়ের বিচার চাই। এসময় পরীমনি আরো বলেন আমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে মিডিয়া যেন তার বিচার করে বলেও অনুরোধ করেন তিনি।