• নিজস্ব প্রতিবেদক
  • ১৪ জুন ২০২১ ২০:০৩:২৭
  • ১৪ জুন ২০২১ ২০:০৩:২৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

কোথাও করোনা বাড়লে স্থানীয়ভাবে লকডাউন দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের কোথাও যদি করোনা সংক্রমণ বেড়ে যায় তাহলে স্থানীয়ভাবে লকডাউন দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন দেয়ার নির্দেশনা দেন সরকার প্রধান।

সোমবার (১৪ জুন) সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে  এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি-না সাংবাদিকরা এসময় জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে সবাইকে বলে দাও। আমরাও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে সেই অথরিটি দিয়েছি। এসময় মন্ত্রীপরিষদ সচিব বলেন অলরেডি আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছি।

, ‘প্রধানমন্ত্রী আবার স্মরণ করিয়ে দিতে বলেছেন। কোনো রকম ঝুঁকি না নিতে। এসময় খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন, তারা যেন সেখানে লকডাউন দিয়ে দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1518 seconds.