দেশের কোথাও যদি করোনা সংক্রমণ বেড়ে যায় তাহলে স্থানীয়ভাবে লকডাউন দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন দেয়ার নির্দেশনা দেন সরকার প্রধান।
সোমবার (১৪ জুন) সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
করোনা নিয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি-না সাংবাদিকরা এসময় জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে সবাইকে বলে দাও। আমরাও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে সেই অথরিটি দিয়েছি। এসময় মন্ত্রীপরিষদ সচিব বলেন অলরেডি আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছি।
, ‘প্রধানমন্ত্রী আবার স্মরণ করিয়ে দিতে বলেছেন। কোনো রকম ঝুঁকি না নিতে। এসময় খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন, তারা যেন সেখানে লকডাউন দিয়ে দেন।