প্রতিনিয়ত প্রযুক্তির আধুনিকায়ন ও অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে তাই আধুনিকতার সঙ্গে তালমিলিয়ে এসএসএফকে আরো বেশি প্রশিক্ষিত ও দক্ষ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন আমাদের সব সময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তালমিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কে আরো প্রশিক্ষিত করা এবং দক্ষতা বাড়ানো।
মঙ্গলবার (১৫ জুন) গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এসএসএফ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান।
আধুনিক প্রযুক্তি ফলে আমাদের জীবনমান যেমন উন্নত হচ্ছে তেমনি অপরাধিরাও তাদের অপরাধের ধরন উন্নত করছে। তাই এই নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে গড়া তোলা হচ্ছে প্রতিনিয়ত।
একেক সময় একেক ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদের উৎপত্তি আসে জানিয়ে শেখ হাসিনা বলেন সেই সাথে সন্ত্রাস-জঙ্গিবাদের ধরনটাও পাল্টায়।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যেমন জীবনমান উন্নত করতে পারি ঠিক তেমনি অপরাধীরাও তাদের কৌশল আরো উন্নত করে নতুন ভাবে অপরাধ করে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় এসএসএফের ভূমিকার ব্যাপক প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।