ছবি সংগৃহীত
মামলার তদন্তের জন্য পরীমনির বক্তব্য দরকার বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিবি কর্মকর্তা। বিকেলে পরীমনির ডিবি কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে ডিবির কার্যালয়ে যাওয়ার কথাটি সাংবাদিকদেরকেও নিশ্চিত করেছেন এই নায়িকা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে ডিবি থেকে কল করা হয় জানিয়ে পরীমনি সংবাদকর্মীদের আরো জানিয়েছেন বেলা ২টায় তাকে ডিবি কার্যালয়ে যেতে বলা হয়।
এর আগে পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টায় মামলায় অভিযুক্ত নাসির উদ্দিন আহমেদ ও অমিসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের পরীমনির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মামলায়।
এদিকে ধর্ষণ ও হত্যা চেষ্টায় মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড চেয়েছে তদন্তকারী কর্মকর্তা।
সাভার থানা পুলিশ চায় আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে।