ছবি সংগৃহীত
যুদ্ধবিরতির মধ্যেই আবারো গাজায় বিমান হামলা করেছে ইসরায়েল। দেশটির ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে গাজা উপত্যকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর জবাব হিসেবে তারা এই হামলা চালিয়েছে।
এদিকে বুধবার ভোরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানায় গাজার উপত্যকার বাসিন্দারা।
এদিকে ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে গাজা থেকে একাধিক আগ্নেয় বেলুন ছোড়া হয়। এর ফলে শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটেছে বলে জানায় সংস্থাটি। মূলত এর জবাবে গাজায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল বাহিনী।
এর আগে ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ২১শে মে মিসরের মধ্যস্থতায় ইসরায়েল-গাজার মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর সেই শর্ত উপেক্ষা করে আবারো দুই পক্ষের মধ্যে সংঘাত বাড়ে।