ছবি সংগৃহীত
পরী মনিকে উদ্দেশ্য করে লেখা কবি নির্মলেন্দু গুণের সেই কবিতাটি আবারো ভাইরাল হয়েছে। সাম্প্রতিক সময়ে পরীমনি কে নিয়ে যে ঘটনা সৃষ্টি হয়েছে তার কারণেই পুরোনো সেই কবিতাটি নিয়ে নেট দুনিয়ায় কবিতাটি নতুন করে আলোচনায় এসেছে।
এসময় কবি গুণ চিত্রনায়িকা পরী মনিকে কবি তুলনা করলেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত নায়িকা সুচিত্রা সেনের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কবিতাটি নিয়ে কেউ কেউ মজা করছেন।
কবি নির্মলেন্দু গুণ পরীমনিকে উদ্দেশ্য করে লিখেছেন, তুমি আমাদের সুচিত্রা সেন। তোমার ‘স্বপ্নজাল’ আমাদের সকলের হৃদয় জয় করুক- এই প্রার্থনা করি।
চিত্রনায়িকা পরী মনি অভিনীত ‘স্বপ্নজাল অন্যতম সেরা চলচ্চিত্র বলে মনে করা হচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্রটিকে। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে শুভেচ্ছাবার্তা দেয়ার পাশাপাশি গুণ জানালেন তার প্রতিষ্ঠিত কবিতাকুঞ্জের আজীবন সদস্য এ নায়িকা।