• বাংলা ডেস্ক
  • ১৭ জুন ২০২১ ১২:৪৩:৫৪
  • ১৭ জুন ২০২১ ১২:৪৩:৫৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

গোটা বিশ্বের জনসংখ্যার চেয়েও বেশি ভিউ হয়েছে এই গানের!

ছবি সংগৃহীত

গানটির দৈর্ঘ্য মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ড। অথচ গোটা বিশ্বের জনসংখ্যার চেয়েও বেশি ভিউ হয়েছে এই গানের! স্বল্প দৈর্ঘ্য শিশুতোষ  এই গানটিই এখন মাতিয়ে তুলেছে গোটা বিশ্বকে। সববয়সি শ্রোতাদের কাছে এখন এটি পছন্দের তালিকার শীর্ষে। 

 আপনার কাছে মনে হতে পারে   ‘বেবি শার্ক নামের এই ছড়াগানটি প্রায় অর্থহীন। অথচ এই গানটিই এখন দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট দুনিয়া। পাল্লা দিয়েছে পৃথিবীর নামীদামি শিল্পী, মিউজিক কম্পোজার, কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে।

এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে ইউটিউবের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘বেবি শার্ক’। এরপর মাত্র কয়েক মাস পরই ২০২১ সালের মাঝামাঝি সময়ে এসে গানটির ‘ভিউ’ দাঁড়িয়েছে প্রায় ৮৭০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার চেয়েও বেশি।
এখন পর্যন্ত   ‘ভিউ’–এর বিচারে বেবি শার্কের পর দ্বিতীয় অবস্থানে আছে লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির গান—দেসপাসিতো (৭৩০ কোটি)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1573 seconds.