• বাংলা ডেস্ক
  • ১৯ জুন ২০২১ ২০:৩৯:৪৭
  • ১৯ জুন ২০২১ ২০:৩৯:৪৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞা আবারো বাড়লো

ছবি সংগৃহীত

বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও ব্রাজিল থেকে ইতালি প্রবেশে চলমান নিষেধাজ্ঞার সময়সীমা আবারো বাড়ানো হলো। ২১ জুন থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়েছে। শনিবার (১৯ জুন) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে।

জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুধু করোনাভাইরাস নয়, উপমহাদেশের ভয়ংকর ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতির ওপরও তীক্ষ্ণ নজর রাখছে ইতালি সরকার বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং বাংলাদেশের পরিস্থিতি উন্নত হলেই ইতালির প্রবেশ দ্বার খুলবে জানিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন তা না হলে, এভাবে সময় বারবার বৃদ্ধি করা হবে।

আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৭ জুন) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. জওভান্নি লিউনার্দির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ।

এতে আটকে পড়াদের ইতালিতে ফিরতে সার্বিক সহযোগিতা করার জন্য ইতালির স্বাস্থ্য সচিব ড. জওভান্নির সহযোগিতা চেয়েছেন তিনি। ইতালির স্বাস্থ্য সচিব বিষয়টি তার সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান আশ্বস্ত করেন শামীম আহসান ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1559 seconds.