• নিজস্ব প্রতিবেদক
  • ২২ জুন ২০২১ ১৩:১০:০৮
  • ২২ জুন ২০২১ ১৩:১০:০৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

ছবি সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ফরম পূরণ শুরু হবে  বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে। ফরম পূরণ চলবে ১ আগস্ট পর্যন্ত বলেও জানানো হয়। মঙ্গলবার (২২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত নিদের্শনা প্রকাশ করে।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্ত দিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন ফরম পূরণ করতে পারবে। ২০১৩-১৪ (৪র্থ বর্ষ উত্তীর্ণ) ২০১৪-১৫ (৩য় বর্ষ উত্তীর্ণ) ২০১৫-১৬ (২য় বর্ষ উত্তীর্ণ) শিক্ষাবর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র এফ গ্রেড পাওয়া কোর্সে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে জানানো হয়েছে।
 
নিয়মিত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে রেজিট্রেশনকরা অনার্স কোর্সের যারা ২০১৮ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে তারা ২০২০ সালের অনার্স ২য় বৰ্ষ পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
 
অনিয়মিত: ২০১৫-১৬, ২০১৮-১৯ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যে সব শিক্ষার্থী অনার্স ১ম বর্ষে উত্তীর্ণ হয়ে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের অর্নাস দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হননি অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ওই সব শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বলেও বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1524 seconds.