ছবি সংগৃহীত
বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। ধারণা করা হচ্ছে আগামীর যুদ্ধটা হবে হয়তো সাইবারে। আর সেই ভাবনা থেকে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি।
এদিকে দেখা যাচ্ছে প্রযুক্তির দুনিয়াতে নারীদের অংশগ্রহণের হার খুবই কম। আর এই প্রেক্ষিতে বাংলাদেশের নারীদের প্রযুক্তিক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। এসব বিষয়গুলো নিয়েই সিনেমাটি পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপন।
দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহে তথ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
‘এখানে আসলে প্রধান চরিত্র বলে কিছু নেই উল্লেখ্য করে তিনি বলেন এখানে দেশের একটি বিপদে তিনটি দল কাজ করবে। একটি হলো তরুণ প্রোগ্রামার, সরকারি প্রতিষ্ঠান সার্ট আর সিআইডি জানিয়ে দীপর বলেন তরুণদের প্রজন্মে সিয়াম-সুনেরাহ আর সার্টের টিমে থাকবেন মিম।’
সিনেমাটি নায়ক-নায়িকা কে প্রধান থাকবে সেটি মুখ্য নয় জানিয়ে দীপংকর দীপন বলেন বরং চরিত্রের প্রয়োজনে যারাই অভিনয় করবেন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।