ছবি সংগৃহীত
বিদেশীরা যখন সরকারের উন্নয়নের প্রশংসা করে তখন বিএনপির কষ্ট হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন সত্য লুকানো এবং অসত্যের সংগে সখ্যতা বিএনপির পুরোনো অভ্যাস।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসময় বলেন আপনারা সামাজিক ও অর্থনৈতিক সূচকসমূহ দেখুন; প্রতিটি সূচকে শেখ হাসিনা সরকারের অর্জনের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এটা বাংলাদেশ সরকারের কোনো বানানো সূচক নয় মন্তব্য করে সেতুমন্ত্রী আরো বলেন এটা দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার তৈরি সূচক।
এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন মির্জা ফখরুল সাহেবরা এসব দেখতে পায় না। তারা ততটুকুই বলেন, যতটুকু টেমস নদীর ওপার থেকে তাদের কাছে ফরমায়েশ আকারে ভেসে আসে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।